user

Rabindra University, Bangladesh

Higher Education

View the employees at

Rabindra University, Bangladesh

Overview

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৪০তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। কবিগুরুর স্মৃতিধন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা, শিক্ষা ও গবেষণার মাধ্যমে জাতীয় প্রয়োজন পূরণ এবং বাংলাদেশের জাতীয় সংগীতের স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিকে এদেশের মানুষের স্মৃতিতে চির-অম্লান করে রাখার উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০১৫ খ্রিস্টাব্দের ৮ মে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরের বছর অর্থাৎ ২০১৬ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই তারিখে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬’ মহান জাতীয় সংসদে পাশ হয়। ২০১৮ সালে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে দুটি অনুষদের তিনটি বিভাগে-স্নাতক (সম্মান) শ্রেণিতে ১০৫ জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আরম্ভ হয়।