user

Technical Youth Training Centre

E-Learning Providers
img No Team Available

Overview

কারিগরি যুব প্রশিক্ষণ কেন্দ্র জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী যুগোপযোগী বিভিন্ন ধরনের কারিগরি কর্মমুখী শিক্ষা ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বিপুল জনসমষ্টিকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানের প্রধান আর্কষণীয় দিক হলো অত্যাধুনিক প্রযুক্তির প্রসার ঘটানো এ ছাড়া উচ্চ শিক্ষিত ডিগ্রীধারী প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা কর্মমূখী অত্যাধুনিক নতুন নতুন প্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা। আজ বিশ্ব জুড়ে দক্ষ জনশক্তির চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন কোর্স ভিত্তিক দক্ষতা ও প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটছে অর্থাৎ মানুষের জীবনযাত্রা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, কৃষিকার্য সব কিছুই আজ দক্ষ কর্মী এবং প্রযুক্তি নির্ভর। তাই বিভিন্ন কোর্স ভিত্তিক বিপুল দক্ষ জনশক্তি সৃষ্টি অপরিহার্য। বিভিন্ন স্তরের শিক্ষিত ও বেকার উচ্চতর শিক্ষায় ভর্তির সুযোগ বঞ্চিত তরুণ-তরুণীদের কোর্স ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়। আবার বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত কর্মীদেরকেও প্রশিক্ষণ দিয়ে দক্ষতা ও কর্মপরিধি বাড়ানো সম্ভব। এছাড়া এ প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা প্রচুর। অন্যদিকে এ প্রশিক্ষণের মাধ্যমে সাধারণভাবে তথ্য প্রযুক্তি সচেতনতা সৃষ্টিও সম্ভব। কোর্স ভিত্তিক প্রশিক্ষণ বিস্তারের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র বিমোচন ও প্রকট বেকারত্ব দুর করতে কারিগরি যুব প্রশিক্ষণ কেন্দ্র দৃঢ় প্রতিজ্ঞ কোর্স ভিত্তিক প্রশিক্ষণ। একদিকে যেমন দেশের অর্থের সাশ্রয় ঘটাবে অন্যদিকে বৈদেশিক মূদ্রা অর্জনের সহায়ক ভূমিকা পালন করবে।